• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাঙ্কারে নেতানিয়াহু

sylhetsurma.com
প্রকাশিত জুন ১৪, ২০২৫
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাঙ্কারে নেতানিয়াহু

Manual5 Ad Code

ইসরায়েলের হামলার জবাবে ইরানি সামরিক বাহিনী নতুন করে শনিবার (১৪ জুন) রাতে ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এই হামলার পর জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে একজন নিহত এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি অন্তত নয়টি ভবন ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের হারেৎজ সংবাদপত্রের খবর অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র তেল আবিবের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি উঁচু ভবনে আঘাত হানায় ভবনটির নিচের এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবের শহরতলির রামাত গানেও নয়টি ভবন ধ্বংস হয়েছে।

ইরান দেড় শতাধিক মিসাইল ছুঁড়েছে বলেও জানিয়েছে সংবাদপত্রটি। এদিকে কিছুক্ষণ আগে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে) জেরুজালেমের আকাশে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

দুই দেশের মধ্যকার সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইরান আগেই ঘোষণা দিয়েছে যে, তারা ইসরায়েলের উপর আক্রমণ তীব্র করবে। এছাড়া এক্ষেত্রে যদি কোন দেশ তাদের প্রতিরক্ষা করার চেষ্টা করে তাহলে তারা সেই দেশের আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাবে বলে সতর্ক করেছে।

Manual3 Ad Code

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্রের কিছু অংশ প্রতিহত করেছে।

Manual6 Ad Code

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস জানায়, তারা শুক্রবার ইসরায়েলি সামরিক কেন্দ্র এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ।

Manual3 Ad Code

শনিবার (১৪ জুন) ভোরে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এবং রাষ্ট্র-অনুমোদিত সংবাদ সংস্থা ফার্স জানায়, ইসরায়েলি হামলার পর বর্তমানে সক্রিয় রয়েছে । হোম ফ্রন্ট কমান্ড জানায়, ইরান থেকে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বেসামরিক নাগরিকদের এখন তাদের আশ্রয়স্থল ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে ।

এদিকে,গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের জাতিসংঘে নিযুক্ত দূত আমির সাইদ ইরাভানি বলেন, শুক্রবার ইরানে ইসরায়েলের হামলায় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। ইরাভানি বলেন, ৩২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলের রামাত গান শহরে একজন মহিলা নিহত হয়েছেন। এছাড়া সর্বশেষ হামলার পর আহত আরও সাতজনকে তেল আবিবের ইচিলভ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

Manual6 Ad Code

ইরানের প্রতিশোধমূলক হামলার পর পরিস্থিতি পর্যালোচনা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একটি বাঙ্কারের ভেতরে রয়েছেন। একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে এই খবর জানিয়েছেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানানা, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে কথা বলেছেন।আরেকদিকে নেতানিয়াহু জানান,ইসরায়েল যে ইরানে হামলা চালাবে সেটি ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই জানতেন।