• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুমুদ ফ্লোটিলা আটকে দেওয়ায় বিশ্বজুড়ে বিক্ষোভ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫
সুমুদ ফ্লোটিলা আটকে দেওয়ায় বিশ্বজুড়ে বিক্ষোভ

Manual3 Ad Code

গাজার উদ্দেশ্যে রওনা হওয়া ‘সুমুদ ফ্লোটিলা’ আটক ও শতাধিক অধিকারকর্মী গ্রেপ্তারের ঘটনায় বিশ্বজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Manual1 Ad Code

স্পেন, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বহু দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আটককৃতদের মুক্তির দাবি তুলেছেন।

Manual2 Ad Code

ইসরায়েলি বাহিনী ১-২ অক্টোবরের মধ্যে গাজার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে ফ্লোটিলার একাধিক নৌযান আটক করে এবং অন্তত ২৫০ জনকে আশদোদ বন্দরে নিয়ে যায়। গ্রেপ্তার হওয়াদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

স্পেনে শিক্ষার্থীরা ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভ করেন ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। ইতালির বিভিন্ন শহরে গণসমাবেশের পাশাপাশি শ্রমিক ইউনিয়নগুলো দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।

লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজা অবরোধ তুলে নেওয়ার দাবি জানান। ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মার্কিন নাগরিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। ফ্লোটিলায় থাকা মার্কিনদের মধ্যে সাবেক পাঁচ সেনা ও এক ন্যাশনাল গার্ড সদস্য রয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতেও বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীরা জানান, তারা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকবেন।

Manual5 Ad Code

‘ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ’ প্রধান জাহির বিরাওয়ি বলেন, বিশ্বব্যাপী এই বিক্ষোভগুলো ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে একপ্রকার গণভোট। তিনি জানান, ‘ফ্রিডম ওয়েভস’ কর্মসূচির অংশ হিসেবে গাজার উদ্দেশে আরও একটি ফ্লোটিলা রওনা দিচ্ছে।

Manual8 Ad Code