• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরকা পরে দোকানের ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫
বোরকা পরে দোকানের ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

Manual3 Ad Code

রাজধানীর মৌচাকে ফরচুন শপিংমলের দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্স নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকের অভিযোগ, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্রের দুই সদস্য বোরকা পরে মার্কেটে প্রবেশ করে শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করছেন।

Manual6 Ad Code

দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, তার দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার ডিসপ্লেতে সাজানো ছিল। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণ ছিল। সঙ্গে কিছু নগদ অর্থও ছিল। চোর সব নিয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রতিদিনের মতো রাত ৯টার দিকে আমি দোকান বন্ধ করে চলে যাই। ভোরে মার্কেটের নিরাপত্তারক্ষী ফোনে কল করে জানান, আমার দোকানে সমস্যা হয়েছে। গিয়ে দেখি সব শেষ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, দোকানের মালিক অভিযোগ করেছেন, তার দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি হয়েছে। আমরা তদন্ত করছি।

Manual2 Ad Code