ঢাকা ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৬
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতার প্রতিবাদে গণসংগীত করেছে দেশ নাট্যগোষ্ঠী। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রেল পার্কিংয়ের পৌরমঞ্চে এ গণসংগীত অনুষ্ঠিত হয়। এতে দেশ নাট্যগোষ্ঠীর শিল্পীরা কবিতা আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করে।
কবিতা আবৃত্তি করেন দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সহসভাপতি রাজু বিশ্বাস। গণসংগীতের অংশগ্রহণ করেন হারুন সাঁই, ফারুক দেওয়ান, কাজল বৈদ্য, কবির আহমেদ জুম্মান, জাকারিয়া সিরাজী, জনি দাস, হাবিবুর রহমান যোসেফ, আল আমিন, শাহীন আহমেদ প্রমুখ।
দেশ নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় জঙ্গী বাদের প্রতিবাদে সংহতি প্রকাশ করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম সুফি, দেশ নাট্যগোষ্ঠীর সহসভাপতি জিতু আহমেদ মাখন, মুখলেছুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর জঙ্গী প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক ফরিদ হাসান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিতার আহমেদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক শায়েস্তাগঞ্জ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, প্রবাসী সাংবাদিক ওসমান গনি হেলাল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান এমরান, ইউপি মেম্বার শামীমুর রহমান।
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সহযোগী সম্পাদক : জয় চৌধুরী
ব্যবস্থাপনা সম্পাদক : আর কে চৌধুরী
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি