• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

খাবার খেতে গিয়ে শাহপরান থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০১৬

স্টাফ রিপোর্টার ::::::
সিলেট এসএমপি’র শাহপরান (রহ.) থানার অন্তর্ভূক্ত হাতুড়া গ্রামের ইসলাহুল মুসলিমিন মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্র ফুজায়েল আহমদ (১৬) হারিয়েছে। সে কানাইঘাট উপজেলার ডাকনাইল দক্ষিণ গ্রামের ইসরাক আলীর ছেলে।
জানা যায়, মাদ্রাসায় বসবাসরত ছাত্র ফুজায়েল আহমদ গত ১৬ আগস্ট গতকাল মঙ্গলবার সকাল অনুমান ৯টার দিকে হাতুড়া গ্রামের জনৈক লাল মিয়ার বাড়িতে সকালের খাবার খেতে যায়। ১০টার মধ্যে মাদ্রাসায় ফিরে না আসায় মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা সিফাত উল্লাহ লাল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান ফুজায়েল তার বাড়িতে যায়নি। এক পর্যায়ে মাদরাসার ছাত্র শিক্ষকগণ তার আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে তাকে না পাওয়ায় তার পিতাকে ফোন করে জানালে তিনিও বলেন ফুজায়েল বাড়িতে ও যায়নি। এ ব্যাপারে মাদরাসার শিক্ষক মাওলানা সিফাত উল্লাহ বাদী হয়ে শাহপরান থানায় একটি সাধারণ ডায়রী (নম্বর ৮০৪/১৬, ১৭/০৮/১৬)। কোন সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭২২-৬৪১৪০৬ মোবাইলে জানাতে অনুরোধ জানানো হয়েছে।