• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে ফটো সাংবাদিকদের ওপর হামলা : সিলেটের ৯ কারারক্ষীকে বদলি

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৬

স্টাফ রিপোর্টার:::: সিলেটে কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে কারারক্ষী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সময় ফটোসাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নয়জন কারারক্ষীকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন সুনামগঞ্জ, তিনজন মৌলভীবাজার ও দুজন হবিগঞ্জ কারাগারে। গত ২১ জুলাই কেন্দ্রীয় কারাগারের সামনে ছাত্রলীগ ও কারারক্ষীদের মধ্যকার সংঘর্ষের ছবি তুলতে গিয়ে কারারক্ষীদের হামলায় চার ফটোসাংবাদিক আহত হন।  এ ঘটনায় তাৎক্ষণিক কারা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে আহত ফটোসাংবাদিকদের বাসায় গিয়ে তাঁদের সমবেদনা জানান। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। কারাগার সূত্র জানায়, ওই তদন্ত কমিটি ফটোসাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নয়জন কারারক্ষীকে চিহ্নিত করে। শাস্তিমূলক বদলি হিসেবে তাঁদের দুই ধাপে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বদলি করা হয়েছে।নয় কারারক্ষীর বদলির বিষয়টি তদন্ত কমিটির সদস্য সিলেটের উপমহাকারা পরিদর্শক (ডিআইজি-প্রিজন) মো. তৌহিদুল ইসলাম নিশ্চিত করলেও তাঁদের বদলির কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, তদন্ত শেষ। এতে কয়েকজন কারারক্ষীর বাড়াবাড়ির বিষয়টি চিহ্নিত হয়েছে। বিষয়টি এখন তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী ব্যবস্থার অপেক্ষায় রয়েছে।