• ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘বিজয় ৭১’ সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে হেতিমগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৫, ২০১৬

‘‘বিজয় ৭১’’সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বৃহস্পতিবার হেতিমগঞ্জ কায়স্থ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। চিত্রাংকন প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম ছফু,আব্দুল হানিফ খাঁন, সাইদুর রহমান দুলাল, রুকন আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘‘বিজয় ৭১’’সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি হক মোহাম্মদ সোপান, সহ-সভাপতি রাশেদ আহমদ, আলী হায়দার, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুগ্ন-সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, নিটু চন্দ্র,প্রান্ত পাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীদ চৌধুরী, আদনান আহমদ,প্রচার সম্পাদক আনছার আহমদ, অর্থ সম্পাদক তাওহীদ রিফাত,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডালিম আহমদ। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘‘বিজয় ৭১’’সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি হক মোহাম্মদ সোপান’র পরিচালনায় সভাপতিত্ব করেন কায়স্থগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন তার বক্তব্যে বলেন, চিত্রাংকন প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মেধার বিকাশ প্রসারিত করে,আজকের এই ছাত্রছাত্রীরা আগামী দিনের উজ্জ্বল ভবিষৎ,এদের প্রতি অভিবাবকদের বাড়তি দায়িত্ব পালন করতে হবে, বর্তমান সময়ে গজিয়ে উঠা জঙ্গীবাদ দমনে প্রতিটি পরিবারের সদস্যরা সচেতন হতে হবে, খেয়াল রাখতে হবে সন্তানদের প্রতি, প্রযুক্তির ব্যবহারের প্রতিও তারা তাদের সন্তানদের দিকে নজর রাখবেন বলে তিনি মন্তব্য করেন। প্রেস-বিজ্ঞপ্তি।