• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিবিরের তিন ক্যাডারের ২১ বছরের কারাদন্ড !

প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক:::::: অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার দায়ে তিন শীর্ষ শিবিরের প্রত্যেক ক্যাডারকে  ২১ বছরের কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি বিশেষ ট্রাইব্যুনাল।

আদালত সূত্রে জানা যায়, বিশেষ ট্রাইব্যুনাল-৭- এর বিচারক যুগ্ম জেলা জজ বিলকিস আক্তার বুধবার এ রায় দেন। দন্ডিত শিবির কর্মিরা হলো- মোহাম্মদ সারোয়ার ওরফে বাবলা, নূরুন্নবী ওরফে ম্যাক্সন এবং মানিক ওরফে গিট্টু মানিক। এদের মধ্যে মানিক পলাতক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০১ সালের ০৬ জুলাই তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীর বায়েজিদ থানার অধীনে হামিদপুর এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৩০ রাউন্ড বুলেটসহ ওই শিবির ক্যাডারদের গ্রেপ্তার করে। এ ঘটনায় বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম ওই শিবির ক্যাডারদের আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, এ মামলায় বায়েজিদ থানার পুলিশ ২০১১ সালের ০৮ আগস্ট বায়েজিদ থানার পুলিশ চার্জশিট দাখিল করে এবং ২০১২ সালের ২৬ জানুয়ারি আদালত চার্জ গঠন করে।