সিলেট সুরমা ডেস্ক::::: ফেনীর বালিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদের প্রার্থী এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে বাড়ির কাছের মধুয়াই ব্রিজ এলাকায় হামলার শিকার হন জয়নাল। নিহত জয়নাল আবেদীন (৪০) দক্ষিণ মধুয়াই গ্রামের হাফেজ আহম্মেদের ছেলে। তিনি বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তার ভাই আমির হোসেনের অভিযোগ, ভোটের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, রাতে শহরের একটি রেস্তোরাঁয় পারিবারিক অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জয়নাল। মধুয়াই ব্রিজে ২৫-৩০ জনের একটি দল তার উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি পেটানোর পর গুলি করে ফেলে রেখে যায়। স্থানীয়রা জয়নালকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক (ইএমও) ফয়জুল কবীর জানান, নিহতের হাত ও পায়ে আঘাতের বেশ কিছু চিহ্ন তিনি দেখেছেন। এছাড়া শরীরের একাধিক স্থানে গুলি করা হয়েছে।