• ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রাণহীন এ মানুষটির পরিচয় কি ?

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৬

স্টাফ রিপোর্টার :
রোববার সকালে হাইওয়ে পুলিশ ঢাকা মহাসড়কের তাজপুর বাজার থেকে এই লোকটিকে  আহত অবস্থায় উদ্ধার করেন, পরে লোকটি হাসপাতালেই মারা যান।  নাম পরিচয়বিহীন এ মানুষটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন। যে গাড়িটি লোকটিকে চাপা দিয়েছিল সেই গাড়ী পালিয়ে গেছে, লোকটাকে সিলেট ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ লোকটির স্বজনদের জন্য অপেক্ষা করছেন। যদি কেউ এ মানুষটিকে চিনতে পারেন, তাহলে সিলেট ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে যোগাযোগের জন্য আহবান করা হয়েছে।