• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ আটক ২

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২, ২০১৬

কুলাউড়া প্রতিনিধি ::::
কুলাউড়া উপজেলায় ৪৮ পিছ ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো কুলাউড়ার কাদিরপুর গ্রামের আমির আলীর ছেলে জুবেল মিয়া (৪০) ও রাজনগর উপজেলার উত্তর নান্দিউড়ার সাখাওয়াত মিয়ার ছেলে নিক্সন মিয়া (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (০১ অক্টেবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাদিরপুর গ্রামে এসআই হারুন আল রশীদের নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় ৪৮ পিছ ইয়াবাসহ তাদের আটক করা হয়। এরা প্রত্যেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা (পিপিএম) জানান, মাদক ব্যবসায়ীদের আটকের অভিযান অব্যহত আছে।