• ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দূর্গা পূজা উপলক্ষে সিলেটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : এস এম রুকন উদ্দিন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রুকন উদ্দিন বলেছেন, শারদীয় দূর্গা পূজা হিন্দু ধর্মালম্বী মানুষের হলেও উৎসব সবার। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষ নির্বিঘেœ যার যার ধর্ম পালন করছে। দূর্গা পূজা উপলক্ষে সারাদেশের মতো সিলেটেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, পূজার আনন্দ সবার মধ্যে ভাগ করে নিতে গরীবদের মধ্যে বস্ত্র বিতরণ করা মহৎ কাজ। এরকম মহৎ কাজে এগিয়ে আসার জন্য মানবাধিকার কমিশনকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।  বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শুক্রবার বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কমিশনের কার্যালয়ে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমিশনের সিলেট বিভাগীয় গর্ভনর ও সমন্বয়কারী, দৈনিক তরুণ কন্ঠের উপদেষ্ঠা সম্পাদক ড. আর কে ধরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, সিলেট জামতলা জগৎ বন্ধু সুন্দর ধাম এর অধ্যক্ষ বন্ধু প্রীতম ব্রক্ষ্রচারী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ, কমিশনের সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবে চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সিলেট জেলা বারের এপিপি এডভোকেট শামসুল ইসলাম, কমিশনের জেলার সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর সহ-সভাপতি জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন, মো. কামরুজ্জামান, নাজমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সন্ধ্যা লক্ষী দে, সফিকুর রহমান, খালেদ মিয়া, নৃজেন্দ্র সিংহ, তাপস কর্মকার, শাহ আলম, নজির উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি।