• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সীমান্তে ভারতীয় গরু ও মালামাল আটক

প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী সীমান্ত থেকে ভারতীয় গরু ও বিভিন্ন ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধা থেকে শনিবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু ও বিভিন্ন মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, শনিবার ভোররাতে ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিওপি’র বিজিবি সদস্যরা দক্ষিণ বাঁশজানি সীমান্তের আর্ন্তজাতিক পিলার ৯৭৫ এর ৬ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান গ্রহণ করে। এসময় দক্ষিণ বাঁশজানি নামক স্থান হতে ভারতীয় ৯টি গরু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তা জব্দ করে। এছাড়াও শালঝোড় বিওপির টহলদল নাগেশ্বরী উপজেলার ধলডাঙ্গা সীমান্তের আর্ন্তজাতিক পিলার ৯৮৯ এর ১৩ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ধলডাংগা নামক স্থানে অবস্থান গ্রহণ করে। এসময় ভারতীয় ২টি বাছুর গরু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় জব্দ করে। জব্দকৃত ১১টি গরুর সিজারের সর্বমোট  মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
অন্যদিকে নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের ভারতীয় সামগ্রী জব্দ করেছে করেছে। মাদারগঞ্জ বিওপির নায়েব সুবেদার মো. ইদ্রিস আলী এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে শনিবার ভোররাতে আর্ন্তজাতিক পিলার ১০৩৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খলিলেরচর নামক স্থানে অবস্থান গ্রহণ। পরে ৩ জন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি টহল দল সেখান থেকে ভারতীয় বিভিন্ন ধরণের পণ্য জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি। ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জাকির হোসেন বলেন, জব্দকৃত গরু শুল্ক অফিসের প্রতিনিধি কর্তৃক নিলামের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং জব্দকৃত মালামাল  কাস্টমস অফিসে জমা করা হয়েছে।