• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নগরীতে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী আটক

প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৬

স্টাফ রিপোর্টার
নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত এক আসামীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার রাত সোয়া ১১টায় সদর ক্যাম্পের একটি অভিযানিক এসএমপি’র কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শেখঘাটস্থ শুভেচ্ছা-৮১ এর তাহমিনা স্টোরের সামন থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মো. মাহবুব (৩৮) কে আটক করে। সে ওই ঠিকানার মৃত হাজী হায়াত উল্লার ছেলে। এএসপি সুজন চন্দ্র সরকার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহবুব সিলেট মহানগরীর তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী এবং এসএমপির কোতয়ালী থানার একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন থেকে নগরীতে সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ, সরকারী কাজে বাধা দান, আইনশৃঙ্খলা বাহিনীর উপর সশস্ত্র আক্রমণ, চাঁদাবাজি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ছিল। র‌্যাব আরো জানায়, বর্তমানে মাহবুবের উপর বেশ কিছু মামলায় গ্রেফতারী পরোয়ানাও রয়েছে। ইতিপূর্বে তাকে গ্রেফতারের জন্য র‌্যাবের গোয়েন্দা নজরধারি ও তথ্যের ভিত্তিতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তাকে গ্রেফতার করা যায়নি। অবশেষে শনিবার রাত সোয়া ১১টার সময় তার বাসার সামন থেকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।