• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দক্ষিণ সুরমায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশ সাংবাদিকসহ আহত অন্তত ২০

প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৭

দক্ষিণ সুরমা প্রতিনিধি
দক্ষিণ সুরমায় লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে  প্রবীণ সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর ও  ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পরপরই এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গ্রামের নাম ফলকের নির্ধারণী নিয়ে লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো। শুক্রবার সকাল থেকেই এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে জুম্মার নামাজের পরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন রশীদ জানা, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।