সিলেট সুরমা ডেস্ক :: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর-লালাবাজারের মধ্যবর্তী স্থানে প্রাইভেট কারের সাথে টেম্পু মুখোমুখি সংঘর্ষের ঘটনা গত মঙ্গলবার বিকেলে ঘটে। এতে একজন মহিলা সহ ৭ জন আহত হয়েছেন। জানা যায়, বিশ^নাথ থেকে সিলেটগামী প্রাইভেট কারটি রশিদপুর পয়েন্ট পার হওয়ার পর সিলেট থেকে ছেড়ে আসা এক টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা বিশ^নাথ ডিগ্রি কলেজের প্রভাষক, আয়কর আইনজীবী শংকু রাণী সরকার লিলি গুরুতর আহত হন। এ সময় কারের ড্রাইভার ও টেম্পু চালক সহ টেম্পুতে থাকা ৪/৫ যাত্রী আহত হন।
সড়ক দুর্ঘটনার ঘটনায় পর স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত শংকু রাণী সরকার লিলি বর্তমান নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মুখে ২৫/৩০টি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার আশু সুস্থতার জন্য আশির্বাদ প্রার্থনা করেছেন।
আহত শংকু রাণী সরকার লিলি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।