সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে এস এস সি এ প্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
‘‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন আর সারাদেশ জুড়ে শিক্ষার ব্যাপক প্রসার লাভ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্যে কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরক্ষরতা দুরিকরণের পাশাপাশি শিক্ষা খাতে বিশেষ বরাদ্ধ দিয়ে আসছেন। ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শেখ হাসিনা বিশেষ প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য যতো ধরণের কাজ বাস্তবায়ন করা দরকার, সরকার তা করে যাবে। শিক্ষার গুনগত মান বাড়াতে ছাত্র-ছাত্রী,শিক্ষক,অভিবাবকদের এগিয়ে আসতে হবে,একে অপরের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। সিরাজ উদ্দিন আহমদ একাডেমী দক্ষিণ সুরমার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যাপিঠের মান দিন দিন আরো ভাল হবে। ২০১৮ সালের পূর্বেই সিরাজ উদ্দিন আহমদ একাডেমী কলেজে উন্নিত হচ্ছে’’। ২৩ মে বিকেল ৩ টায় দক্ষিণ সুরমার শ্রীরামপুরে অবস্থিত সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে এস এস সি এ প্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপরোক্ত কথাগুলো বলেন। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন,শিক্ষার্থী ইশতিয়াক আহমদ,মানপত্র পাঠ করেন,শিক্ষার্থী মোমতাহিনা ইসলাম ইতি। ডাঃ মোঃ শামীমুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রবীণ শিক্ষক মোঃ মকব্বির আলীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমদ। প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক সফির আহমদ কামাল ও সাহেদা খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ চৌধুরী, এ্যাডভোকেট এপিপি আব্বাস উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা,গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল আলম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর দাতা সদস্য মোদব্বির আহমদ,কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর অভিবাবক সদস্য কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ হারুন,গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিবলী, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সিনিয়র শিক্ষক সফির আহমদ কামাল, সাহেদা খান, অজিত কুমার পাল, আমিনা বেগম, আলমগীর মোঃ এনামুল কবির, মনজুর হোসেন খান, রুহুল আমিন, মইনুল ইসলাম, শফিকুল ইসলাম আলাউদ্দিন, পারভীন ফেরদৌসি প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে এস এস সি প্লাস প্রাপ্ত ২৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্যে রাখেন,শিক্ষার্থী ফাহিমা আক্তার জুই,ইশরাক আহমদ, সামছুল ইসলাম। প্রেস-বিজ্ঞপ্তি।