• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বর্তমান সরকারের আমলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত মার্চ ১৯, ২০১৮
বর্তমান সরকারের আমলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে : খাদ্যমন্ত্রী

সিলেট সুরমা ডেস্ক : খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) শ্রেণি থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।আজ সোমবার বিকালে কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত “কামরাঙ্গীরচরের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের নিয়ম অনুযায়ি, মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা- এ তিনটি সূচকের দু’টিতে উত্তীর্ণ হলে কোনো দেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্য বলে বিবেচিত হয়।তিনি আরও বলেন, ‘এই অর্জন ধরে রাখতে হবে। আর এই ধারা অব্যাহত রাখতে হলে এবং চূড়ান্ত স্বীকৃতি অর্জন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বার বার ক্ষমতায় আনতে হবে’।কামরুল ইসলাম বলেন, ‘২০১৮ সালের পর্যালোচনায় এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা ছিল মাথাপিছু আয়ের মানদন্ড ১২৩০ ডলার বা তার বেশি। কিন্তু গত তিনবছরে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১২৭২ ডলারে। আর এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ এবং সঠিক দিক নির্দেশনায়’।তিনি বলেন, বর্তমান সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচনকালীন সরকার পরিচালনা করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করবে।১৯ মার্চ, ২০১৮ (বাসস)