• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দক্ষিণ সুরমার জৈনপুর গ্রামে ভুমি নিয়ে সংঘর্ষে নিহত ২ : আহত ১০

প্রকাশিত নভেম্বর ১৩, ২০১৫
দক্ষিণ সুরমার জৈনপুর গ্রামে ভুমি নিয়ে সংঘর্ষে নিহত ২ : আহত ১০

স্টাফ রিপোর্টার :
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুরে ভুমি বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ ব্যক্তি। গতকাল ১২ নভেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,জৈনপুর গ্রামের শাহাদত আহমদ (৫০) ও নুরুজ মিয়া (৪১)। আহতরা হলেন, উভয় পক্ষের মধ্যে একই গ্রামের সাহেদ আহমদ,সোহেদ আহমদ,শওকত হোসেইন,শাহীন রানা,রেজাউল ইসলাম,আলম মিয়া,সাজু উদ্দিন,লিটন মিয়া, জুবের আহমদ,লিয়াকত আলী। ঘটনার বিবরণে জানা যায়,চান্দাই গ্রামের আফরোজ মিয়া গংদের সাথে জৈনপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে সাহেদ আহমদ এর সাথে ৪০ ডিসিমেল ভুমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় উভয় পক্ষের লোকজন ঘটনার দিন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো সুলফির আঘাতে ঘটনাস্থলেই আফরোজ মিয়ার ছেলে নুরুজ মিয়া মৃত্যুবরণ করেন এবং হাসপাতালে নেওয়ার পথে সাহেদ আহমদ এর বড় ভাই শাহাদত আহমদ মারা যান। নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ প্রাথমিক অবস্থায় শান্তিশৃংখলা রক্ষায় এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করেছে। দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,উভয় পক্ষ ভুমি নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে দুজনের প্রাণহানী ঘটে। থানায় এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।