• ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেট নগরীতে বিএনপির মানববন্ধন 

প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৫
ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেট নগরীতে বিএনপির মানববন্ধন 

সিলেট সুরমা ডেস্ক : বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাংসদ এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়া ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট বিএনপি।মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর বিএনপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।জেলা ও মহানগরর বিএনপি আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এসময় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।এসময় বক্তারা দাবী করেন বর্তমান সরকারই এম ইলিয়াস আলীকে গুম করেছে। তার নেতৃত্বে টিপাই মুখ বাধের আন্দোলনে ভীত হয়েই দীর্ঘ ছয় বছর ধরে তাকে গুম করে রেখেছে। আর খালেদা জিয়াকে জেলে রেখে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেনা বিএনপি এমনটাই দাবি বক্তাদের।এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপির কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।