• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি হিল্লোল তালুকদার গ্রেপ্তার

প্রকাশিত এপ্রিল ১৫, ২০১৫
অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি হিল্লোল তালুকদার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :::
সিলেটে অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি লাল বাহিনীর অন্যতম সদস্য হিল্লোল তালুকদারকে গ্রেপ্তার। গতকাল রাতে স্থানীয় রায় নগরের ছড়ার পাড় এলাকা থেকে তাকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কোতোয়ালী থানার এসআই মো. মাজারুল ইসলাম জানান, গত এক বছর পূর্বে সিলেট আম্বরখানা এলাকায় ফেস্টুন-ব্যানার লাগানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাল বাহিনীত নেতা হিল্লোল তালুকদার প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হন। এই ঘটনায় সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও রহস্যজনক কারণে তাকে আটক করতে পারেনি। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। হিল্লোল সিলেট খরাদীপাড়ার অন্যতম ত্রাস লাল বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে লুট, ছিনতাই সহ নানান অভিযোগ রয়েছে। কোতোয়ালী থানার ওসি মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।