• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে র‌্যাবের রোবাস্ট পেট্রোলিং

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮
নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে র‌্যাবের রোবাস্ট পেট্রোলিং

সিলেট সুরমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‍্যাপিড একশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব তাদের এ বিশেষ টহল ব্যবস্থার নাম দিয়েছে রোবাস্ট পেট্রোলিং।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গলস্থ র‌্যাব ৯ ক্যাম্প থেকে র‌্যাবের বেশ কয়েকটি গাড়ি একসাথে পুরো জেলায় ঘুরে বেড়ায়।

র‌্যাবের এ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করেন র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এসএসপি) মো. আনোয়ার হোসেন শামীম।

র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, জনগণের মনে নিরাপত্তা অনুভূতি সৃষ্টির লক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা ‘রোবাস্ট পেট্রোলিং’ পরিচালনা করেছেন র‌্যাব।

নির্বাচনকে ঘিরে যাতে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নাশকতাকারীরা কোন রকম নাশকতা না করতে পারে সে লক্ষে র‌্যাব-৯ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ প্রতিবন্ধকতা তৈরি করলে কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব।