• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০১৯
অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেট সুরমা ডেস্ক : অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।  এছাড়া ঘটনাস্থলে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে।

শনিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের রাজারছড়া এলাকায় সংলগ্ন সমুদ্রসৈকত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে জানালেও পুলিশ তাদের নাম-ঠিকানা বলতে পারেনি।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, সকালে এলাকাবাসী সৈকতের বালুচরে রক্তাক্ত লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তারা গুলিবিদ্ধ হয়েছেন। লাশের কাছে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ইয়াবা ব্যবসায়ী চক্রের মধ্য দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ এ খুনের ঘটনা ঘটিয়েছে।

পুলিশ খোঁজখবর নিচ্ছে জানিয়ে ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।