• ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

কার্তিক-সারার রূপকথার রোমান্সের অবসান

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৯
কার্তিক-সারার রূপকথার রোমান্সের অবসান

বিনোদন ডেস্ক ::::  বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী সারা আলী খানের প্রেমের সম্পর্কের কথা সবারই জানা। তবে কিছুদিন ধরে শোনা যাচ্ছে, কাজের ব্যস্ততার কারণে তাদের সম্পর্কে ছেঁদ পড়েছে। রূপকথার রোমান্সের অবসান ঘটিয়ে একে অপরের কাছ থেকে সরে দাঁড়িয়েছেন।

ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যম জানায়, ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল টু’ সিনেমার শুটিংয়ের সুবাদে সারা ও কার্তিকের ঘনিষ্ঠতা বাড়ে। তবে সিনেমাটির মুক্তির সময় যখন ঘনিয়ে এলো, তখনই তারা প্রেমের সম্পর্কের ইতি টানলেন। এর পেছনে প্রধান কারণ হচ্ছে তাদের কাজের ব্যস্ততা। তবে একসঙ্গে সিনেমার প্রচারণায় সময় দিচ্ছেন কার্তিক-সারা।

চলতি বছর সারা আলী খানের জন্মদিনে তাকে চমক দিতে ‘পতি পত্নী অউর ওহ’ সিনেমার শুটিং বন্ধ রেখে ব্যাংকক গিয়েছিলেন কার্তিক। সেখানে এ প্রেমিক যুগল একসঙ্গে কেক কেটেছেন এবং তখনকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন। তবে এখন তাদের সম্পর্ক শেষ বলে গুঞ্জন ছড়িয়েছে।

বর্তমানে কার্তিক ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার শুটিং নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমা শেষ করেই তিনি ‘দোস্তানা ২’র কাজ শুরু করবেন। এদিকে সারা ‘কুলি নাম্বার ওয়ান’-এ কাজ করছেন। তাই এত ব্যস্ততার চাপে তারা কেউ একে অপরকে সময় দেওয়ার ফুরসত পাচ্ছেন না।