• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২২
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী  ঋষি সুনাক

নাঈম আহমদ (ব্রাডফোর্ড, যুক্তরাজ্য) ::: আজ মঙ্গলবার রাজা তৃতীয় চার্লস এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। তিনি যুক্তরাজ্যের ৫৭ তম প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং পেনি মর্ডান্ট দলীয় প্রধান নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করলে ঋষি সুনাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনজারভেটিভ পার্টির প্রধান এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম  অ-শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী। তিনি একাধারে যুক্তরাজ্যের সবথেকে কমবয়সী, সবথেকে ধনী এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। ঋষি সুনাক ২০১৫ সালে যুক্তরাজ্যের ইয়র্কশায়ার থেকে এম পি নির্বাচিত হন। তিনি অর্থমন্ত্রী এবং চ্যান্সেলর এর দায়িত্বও পালন করেছেন। রাজনীতিতে যোগদানের মাত্র সাত বছরের মাথায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবেই নিজেকে তুলে ধরেছেন বলে বিশেষজ্ঞরা মনে করেন। যুক্তরাজ্য ইতিহাসের চরম এক অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঋষি সুনাক শক্ত হাতে সমস্যাগুলোর মোকাবিলা করবেন বলে বিশেষজ্ঞরা মনে করেন।