• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১১

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৪
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১১

সিলেট নগরে পৃথক দুই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১১ জন।  রোববার (১১ ফেব্রুয়ারি) উপশহর ও দক্ষিণ সুরমায় এ দুটি দুর্ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরের উপশহরে দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজি চালিত ছয়টি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে অটোরিকশাগুলোতে থাকা নারীসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।  সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজী রিপন সরকার এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  অপরদিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন রশীদপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাকে একটি প্রাইভেটকার পিছন থেকে ধাক্কা দিলে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।