• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে আরও ১৪ জনকে পুশইন করলো বিএসএফ

sylhetsurma.com
প্রকাশিত মে ১৫, ২০২৫
মৌলভীবাজারে আরও ১৪ জনকে পুশইন করলো বিএসএফ

Manual2 Ad Code

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ৪৪ জনের পর বৃহস্পতিবার আরও ১৪জনকে পুশইন করেছে তারা।

সকাল ১০টার দিকে কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। তাদের সবাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। এরমধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু।

Manual6 Ad Code

তাদের পরিচয় নিশ্চিতের পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।

Manual7 Ad Code

এর আগে বুধবার বড়লেখার লাতু ও পাল্লাতল সীমান্ত দিয়ে মোট ৪৪ জনকে পুশইন করেছিল বিএসএফ। তার আগে আরও ৫৮ জনকে একইভাবে তারা ঠেলে দিয়েছিল বাংলাদেশের ভেতরে।

Manual7 Ad Code

এই ১৪জনসহ গত কয়েকদিনে মোট ১১৭জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের প্রায় সবার পরিচয় সনাক্তের পর জানা গেছে, তাদের প্রায় সবার বাড়িই যশোরের বিভিন্ন এলাকায়।