• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে যে কারণে গ্রে ফ তা র জয়, যা পাওয়া গেল

sylhetsurma.com
প্রকাশিত মে ১৯, ২০২৫
সিলেটে যে কারণে গ্রে ফ তা র জয়, যা পাওয়া গেল

সিলেটৈ নাহিদ আহম্মদ জয় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী থানার বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ। তিনি একজন মাদক ব্যবসায়ী।

 

সোমবার ( ১৯ মে) ভোর সোয়া ৫টার দিকে সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ প্রধান ডাকঘরের সামনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

জয় নগরীর পশ্চিম ভাতালিয়া এলাকার মৃত শিরু মিয়া ও নাজমা বেগমের ছেলে।

 

গ্রেফতারের সময় তার হেফাজতে ৪৫ পিস ইয়াবা পাওয়া যায়।

 

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জয় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৩৬, ১৯/০৫/২৫) দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।