filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j;
hw-remosaic: 0;
touch: (0.37314814, 0.37314814);
modeInfo: ;
sceneMode: Hdr;
cct_value: 0;
AI_Scene: (20, -1);
aec_lux: 119.58514;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভিন্ন জায়গায় একদিনে ১ কিলোমিটার দুরত্বে দুটি দুর্ঘটনা ঘটেছে। পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্ট সংলগ্ন বাঘেরকোনা গ্রামের সামনে ও পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টে এই দুই সড়ক দুর্ঘটনা ঘটে।
পৃথক দুর্ঘটনায় কেউ নিহত না হলেও পঞ্চগ্রাম পয়েন্টে ঘটা দুর্ঘটায় ৪/৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে একজন শিশুও রয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিতে হাসপাতালে চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কারো নাম জানা যায়নি। তবে আহতরা পঞ্চগ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
বৃহস্পতিবার ভোররাত ৪টায় সুনামগঞ্জগামী আম বোঝাই একটি ডিসট্রিক্ট ট্রাক সড়কের বাঘেরকোনা গ্রামের সামনে এলে সিলেটগামী একটি বাস ট্রাকটিকে ধাক্কা দিতে চাইলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকে থাকা আমের কিছু ক্ষতি হয়েছে। বিকালেই উদ্ধারকর্মীরা এসে খাদে পড়া ট্রাকটিকে উদ্ধার করে। পরে, সড়কে বিচ্ছিন্নভাবে যানজটেরও সৃষ্টি হয়।
এদিকে, সড়কের পঞ্চগ্রাম পয়েন্টে সুনামগঞ্জগামী সিএনজিকে পেচন থেকে ধাক্কা দেয় সুনামগঞ্জগামী এম্বুলেন্স। এতে সড়ক থেকে চিটকে পড়ে সিএনজি। ঘটনাস্থলে গিয়ে আহতদের পাওয়া যায়নি। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে পাঠিয়েছেন। সিএনজিকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও দুর্ঘটনাক বলিত এম্বুলেন্সটিকে পাওয়া যায়। এম্বুলেন্সের নাম্বার ঢাকা মেট্রো চ ৫১-৪৮১৬।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।
ইদানিং শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা বেশি ঘটছে বলে অভিমত ব্যক্ত করেছেন যাত্রী-সাধারণ। তারা বলেছেন, ঈদের পর থেকে উপজেলা ৫/৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে একাধিক মানুষও প্রাণ হারিয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। অদক্ষ চালক, সড়ক নির্মাণে ত্রুটি, ট্রাফিক আইন অমান্য, অনুমোদনবিহীন গাড়ি, অপ্রাপ্ত চালক, সড়ক সিগন্যাল না দেখে গাড়ি চালানো, অনিয়ন্ত্রিত ওভারটেকিং-এর মন মানসিকতাকেই দোষারোপ করছেন তারা।
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের নিয়মিত যাত্রী মো. আলী হোসেন বলেন, এই সড়কে প্রায় ১৫ বছর ধরে যাতায়াত করি। প্রায়ই শুনি এই সড়ক দুর্ঘটনা ঘটে। আজ দু’টি দুর্ঘটনা ঘটেছে। বেশ কিছু কারণে এসব ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এসবের সমাধান করা দরকার। বিশেষ করে সড়কের যেসব ত্রুটি আছে সেগুলোও সমাধান করা দরকার।