• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান তফছির মিয়া গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫
হবিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান তফছির মিয়া গ্রেপ্তার

Manual8 Ad Code

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তফছির মিয়া (৭০) গ্রেপ্তার করা হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (২৩ আগস্ট) শিবপাশার সবুজগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত তফছির মিয়া শিবপাশা গ্রামের মৃত আব্দুল খালিক মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ ও শিবপাশা ফাঁড়ি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তাকে শিবপাশার সবুজগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বানিয়াচং থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে ২৩ বছর আগে শিবপাশা গ্রামের আব্দুল হামিদ মিয়ার শিশু পুত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এছাড়া সরকার দেশ ত্যাগ করার পর থেকে তিনি গত বছরের ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

Manual7 Ad Code

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বানিয়াচং থানা পুলিশ শিবপাশা ফাঁড়ি পুলিশের সহায়তায় তফছির মিয়াকে গ্রেপ্তার করেছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

Manual4 Ad Code