• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শ্রী শ্রী শচী অঙ্গন ধামে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫
শ্রী শ্রী শচী অঙ্গন ধামে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

Manual4 Ad Code

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার জয়পুরে শ্রী শ্রী শচী অঙ্গন ধামে মহা অষ্টমী তিথিতে ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টা থেকে শুদ্ধ মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয়ে দুপুর ১২টা ৫০ মিনিটে এই পূজা সম্পন্ন হয়।

Manual5 Ad Code

এবারের কুমারী ছিলেন অতুলা চক্রবর্তী (শাস্ত্রীয় নাম কুব্জিকা)। মাত্র ৮ বছর বয়সেই তিনি কুমারী রূপে পূজিত হলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সত্যকাম চক্রবর্তী, সভাপতি শচী অঙ্গন পরিচালনা পরিষদ। উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ফিরোজ মিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ওয়াহিদ মিয়া, ফারুক মিয়াসহ সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ বনিক কুমারী পূজার সংকল্প করেন এবং সার্বিক সহযোগিতা করেন। পূজার পাশাপাশি বস্ত্র বিতরণ করা হয়। ভক্তরা সকলে শারদীয় শুভেচ্ছা জানান।

Manual2 Ad Code

কুমারী পূজাকে কেন্দ্র করে সনাতনী সম্প্রদায়ের হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে শ্রী শ্রী শচী অঙ্গন ধামে।

Manual3 Ad Code