• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম চুরির সময় ‘হাতেনাতে’ গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫
ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম চুরির সময় ‘হাতেনাতে’ গ্রেপ্তার

Manual7 Ad Code

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাতেনাতে ধরা পড়লেন প্রলয় দে (৪৬)। সবার চোখ ফাঁকি দিয়ে তিনি চুরি করে স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

Manual4 Ad Code

সোমবার (২০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।

Manual7 Ad Code

প্রলয় দে কোতোয়ালী থানাধীন লালাদিঘীরপাড়ের বাসিন্দা।

পুলিশ জানায়, রবিবার বিকেল পৌণে ৪টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষের নেতৃত্বে একদল পুলিশ সদস্য হাসপাতালটির পুরাতন ভবনের তৃতীয় তলার ১৩নং ওয়ার্ডের চিকিৎসকের কক্ষ থেকে সার্জিক্যাল আইটেম, ইঞ্জেকশন, স্যালাইন, ব্লাড গ্লুকোমিটার চুরি করে পালানোর সময় প্রলয় দে কে গ্রেপ্তার করে।

Manual4 Ad Code

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৪৩/ ১৯/১০/২৫) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual4 Ad Code

পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।