• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

এবার পুলিশের কর্তব্যে উদ্যত ছাত্রলীগ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২২, ২০১৬

আম্বরখানায় জোরপূর্বক ব্যারিকেড ভাঙার চেষ্টা সংঘর্ষে আহত ২৫, গুলি : আটক ৫
স্টাফ রিপোর্টার ::  কোনোভাবেই উচ্ছৃঙ্খল ছাত্রলীগের লাগাম টানা যাচ্ছে না। একের পর এক বিতর্কিত কান্ড ঘটিয়ে সিলেটকে উত্তপ্ত করে যাচ্ছে তারা। ছাত্রলীগের ধারাবাহিক তান্ডবে আইনি কোনো পদক্ষেপ কিংবা উপর থেকে শাস্তির ব্যবস্থা না আসায় দিন দিন চরম বেপরোয়া হয়ে উঠছে সরকারদলীয় এ ছাত্র সংগঠনটি। কারাগারে হামলা আর জিন্দাবাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে হত্যার রেশ না কাটতেই ফের লঙ্কাকান্ড ঘটিয়েছে তারা। পুলিশের ব্যারিকেড ভেঙে আরম্বখানায় তান্ডব চালিয়েছে সোমবার। এ নিয়ে আম্বরখানা পয়েন্টে ছাত্রলীগ-পুলিশের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল (রহ.)’র উরস মাহফিল উপলক্ষে আম্বরখানা পয়েন্টে দরগাহর দিকে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় ছাত্রলীগের কিছু মোটর সাইকেল যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের পরিচয় দিয়ে জোরপূর্বক পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মী ও পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড গুলি ছুঁড়ে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সুফিসহ পাঁচ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।