• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নিহত ৩

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৬

স্টাফ রিপোর্টার ::: সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকে যাত্রীবাহি বাস খাদে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, “সিলেট থেকে দিরাইগামী বাস ছাতকে জাতুয়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় এতে তিনজনের মৃত্যু হয়েছে।”
নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা হলেন দিরাই উপজেলার হাশিমপুর গ্রামের মৌসুমী পাল (২৭) ও একই উপজেলার মুক্তারপুর রাধা রানী পালের (৪৭)। তবে নিহত পুরুষের পরিচয় এখনো জানা যায়নি বলে জানান আশরাফুল।
আহতদের মধ্যে একজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা হলেও গুরুতরদের  সিলেট পাঠানো হয়েছে।