• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

খাদিজার চিকিৎসার ব্যয় বহন করবে সরকার-স্বাস্থ্যমন্ত্রী নাসিম

প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে এসে একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নার্গিসের শরীরের ডান পাশ নড়াচড়া করছে। তার বাম পাশ অবশ হয়ে রয়েছে। তার চিকিৎসার জন্য যা যা করা দরকার, সবই করা হচ্ছে। তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই। এছাড়া তার লাইফসাপোর্ট খুলে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে লাইফসাপোর্ট আর প্রয়োজন হবে না।
খাদিজার উপর হামলাকারী বদরুলকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। ঘটনার পরপরই বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।