স্টাফ রিপোর্টার :
আবারো দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বেলা ১টা ২০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অফিস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা সেখানে রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৬। ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানের ভবন স্বল্প সময়ের জন্য কেঁপেছিল বলে খবর পাওয়া গেছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবু সাইদ বলেন, সুনামগঞ্জ-নেত্রকোনা জেলার মধ্যবর্তী স্থানে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। তবে ভূমিকম্পের মাত্রা তেমন তীব্র ছিলনা। সুনামগঞ্জ অঞ্চলে কোন ফল্ট লাইন (বিচ্যুতি) নেই বলেও জানান আবূ সাইদ।