• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভয়াবহ ভুমিকম্পের শংকায় সিলেট,এবার উৎপত্তিস্থল সুনামগঞ্জ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২০, ২০১৬

স্টাফ রিপোর্টার
সিলেটের সুনামগঞ্জ থেকে উৎপত্তি হয়ে দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল বুধবার বেলা ১টা ২০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ভূ-কম্পনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।
আবহাওয়া অফিস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা সেখানে রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৬। ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানের ভবন স্বল্প সময়ের জন্য কেঁপেছিল বলে খবর পাওয়া গেছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবু সাইদ বলেন, সুনামগঞ্জ-নেত্রকোনা জেলার মধ্যবর্তী স্থানে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। তবে ভূমিকম্পের মাত্রা তেমন তীব্র ছিলনা।সুনামগঞ্জ অঞ্চলে কোন ফল্ট লাইন (বিচ্যুতি) নেই বলেও জানান আবূ সাইদ।