• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৬

জগন্নাথপুর  সংবাদদাতা :
বাল্য বিবাহমুক্ত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্য বিয়ে পন্ড হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মজমিল মিয়ার ছেলে শাহিনুর মিয়ার (২৬) সাথে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের আব্দুল হাইয়ের কন্যা মাদ্রাসা ছাত্রী সুহেদা বেগমের (১৭) বিয়ে হওয়ার কথা ছিল। বর শাহিনুর মিয়া বরযাত্রীসহ কনের বাড়িতে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। এ সময় বাল্য বিয়ের সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়ার উদ্যোগে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ ও জগন্নাথপুর থানার ওসি মুরসালিনের হস্তক্ষেপে জগন্নাথপুর থানার এএসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বাল্য বিয়েটি পন্ড করে দেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া ও জগন্নাথপুর থানার এএসআই ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।