• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গোলাপগঞ্জে মামলার স্বাক্ষীদের বসত বাড়িতে হামলা : স্কুল ছাত্র-ছাত্রীসহ আহত ৩

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৪, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক :  সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় মামলার স্বাক্ষীদের বসত বাড়িতে মামলার আসামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে । ৩ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার লামা চন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চন্দরপুর গ্রামের হাজী আকবর আলীর মেয়ে আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হালিমা আক্তার (১৬), হালিমার ছোট ভাই চন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিব্বির আহমদ (১০) ও একই গ্রামের মৃত আনফর আলীর মেয়ে হাছনা বেগম(৪৫)। আহতদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। গোলাপগঞ্জ থানার এসআই শংকর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া র‌্যাবের একটি টহল দল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা জানান, চন্দরপুর গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে ইসলাম উদ্দিন,জসিম উদ্দিন,গিয়াস উদ্দিন,সমুজ উদ্দিন গংরা ২০১৬ ইং সালের ১৩ সেপ্টেম্বর ঈদের দিন একই গ্রামের মৃত আব্দুছ ছোবহান কঠই মিয়ার ছেলে আজাদ উদ্দিনের বসত বাড়িতে হামলা চালিয়ে লোকজনকে মারপিটসহ লুটপাট চালায়। হামলার দৃশ্য আজাদ উদ্দিনের বাড়িতে স্থাপিত সিসি ক্যামেরায় রেকর্ড হয়।  হামলা ও লুটপাটের অভিযোগ এনে আজাদ উদ্দিন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুানালে ইসলাম উদ্দিনসহ ১০ জনকে আসামী করে  সিআর মামলা দায়ের করেন। মামলা নং-১২/২০১৬ ইং। মামলা দায়েরের পর পুলিশ মামলার প্রধান আসামী ইসলাম উদ্দিনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। ইসলাম উদ্দিন আদালতের মাধ্যমে জামিনে গত বৃহস্পতিবার কারাগার থেকে বেরিয়ে এসে মামলার স্বাক্ষী ও বাদী আজাদ উদ্দিনকে মামলা তুলে আনার জন্য হুমকি দেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ইসলাম উদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানা যায়। এদিকে মামলার বাদী আজাদ উদ্দিন জানান,তিনি ও তার পরিবারের স্বজনরা নিরাপত্তাহীনতায় ভূগছেন। নিরাপত্তার জন্য সিলেট জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনের ৭ দিনের মাথায় ইসলাম উদ্দিনসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জ্বিত হয়ে হামলা চালিয়ে স্কুল ছাত্র-ছাত্রীসহ তিনজনকে আহত করেছে। তিনি এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।