• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ৮ মার্চ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৬, ২০১৭

স্টাফ রিপোর্টার :
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিনেই নিজের উপর হামলার বিচার পেতে যাচ্ছেন কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। দায়েরকৃত হত্যাচেষ্টা মামলার আসামী বদরুল আলমের বিরুদ্ধে আগামী ৮ মার্চ রায় ঘোষণা করা হবে। রবিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাদি পক্ষ এই মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ড দাবি করেছেন। তারা আশাবাদী, আদালত তাদের বক্তব্য ও মামলার প্রমানাদিতে সন্তুষ্ট হয়ে রায়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন। মিসবাহ উদ্দিন সিরাজ আরো বলেন, আলোচিত এই মামলার রায় বাংলায় দেয়া হবে। মহানগর দায়রা জজ আদালতে বিচারক আকবর হোষেন মৃধা আগামী ৮ মার্চ সকাল সাড়ে ১১টায় খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা করবেন। ১৩২ দিনের মাথায় শেষ হচ্ছে এ মামলার বিচার কার্যক্রম। এদিকে বদরুলের আইনজীবী সুজ্জাদুর রহমান চৌধুরী বলেন, ঘটনার দিন বদরুল নেশাগ্রস্ত ছিল। আসামি বদরুল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এবং সে একটি মাধ্যমিক স্কুলের অনারারি শিক্ষক। আমরা আদালতের কাছে এ বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছি। আশা করছি এই মামলার রায়ে বদরুল বেকসুর খালাস পাবেন।
এর আগে, গত ১ মার্চ সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুজ্জামান হিরোর আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ওই আদালতে আসামির সর্বোচ্চ শাস্তি প্রদানে সীমাবদ্ধতা থাকায় দায়রা জজ আদালতে আসে মামলাটি।