• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টানা ৯ দিন থেকে জকিগঞ্জ-সিলেট সড়কে পরিবহন ধর্মঘট, জনদুর্ভোগ চরমে

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২১, ২০১৭

জকিগঞ্জ  সংবাদদাতা :
জকিগঞ্জ-সিলেট সড়ক সংস্কারের দাবিতে মালিক-শ্রমিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘট গত ৯ দিন থেকে অব্যাহত রয়েছে। সোমবার ছিলো ধর্মঘটের নবম দিন। টানা নয়দিনের পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে জকিগঞ্জ উপজেলা। জকিগঞ্জ-সিলেট সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শ্রমিকরা। এদিকে শ্রমিকদের দাবীর মুখে পড়ে সড়ক ও জনপথ বিভাগ গত মঙ্গলবার থেকে সড়কে সান্ত্বনামূলক মেরামত কাজ শুরু করেছেন। ইতিমধ্যে সড়কের বড় বড় অনেক গর্ত ভরাট করা হয়েছে। তবে মেরামত কাজে নি¤œমানের বালু পাথর ব্যবহার ও ধীর গতিতে মেরামত কাজ করার অভিযোগ করছেন স্থানীয়রা। কবে শেষ হবে সড়কের মেরামত কাজ তার কোন জবাব কারো কাছে নেই। নি¤œমানের সামগ্রী দিয়ে মেরামত কাজ করায় কিছুদিনের মধ্যে আবার গর্ত সৃষ্টি হওয়ার আশংকা করছেন যাত্রীরা। টানা নয় দিনের পরিবহন ধর্মঘটে জকিগঞ্জ, বিয়ানীবাজার ও কানাইঘাট উপজেলার মানুষের জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জকিগঞ্জ থেকে জেলা শহরের সাথে একটি সড়কে যোগাযোগ থাকলেও প্রধান সড়ক বন্ধ হওয়ায় উপজেলার বেশী মানুষ বিপাকে রয়েছেন। ছোট যানবাহন চলাচল করলেও মাত্রা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ব্যবসা বাণিজ্যে লোকসান দেখা দিয়েছে। নিত্য প্রয়োজনীয় মালামালের দাম বেড়েছে। প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী, চাকুরীজীবী, ব্যবসায়ীসহ সকল মানুষই সময় মত পরিবহন না পেয়ে গন্তব্যে যেতে পারছে না।
সিলেট বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জানান, জকিগঞ্জ-সিলেট সড়কে সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে। সড়কে মেরামত কাজ কচ্ছপ গতিতে হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের এসডিও জ্যোতিষ গোস্বামীর সাথে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।