• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শাবিপ্রবিতে ছাত্রী নিপীড়ন : ছাত্রলীগ সভাপতিসহ তিনজনের বিরুদ্ধে মামলা

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১২, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রীকে যৌন হয়রানি ও মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হকের আদালতে মামলাটি দায়ের করেন ওই ছাত্রীর মা।
মামলায় শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।
অপর আসামিরা হলেন- সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র ও পরিসংখ্যান বিভাগের এসএন সাজ্জাদ রিয়াদ।
গত শনিবার (০৮ এপ্রিল) ক্যাম্পাসে ঘুরতে এলে ছাত্রলীগ সভাপতি পার্থর অনুসারীরা এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে হয়রানি ও পরে মারধর করেন। ঘটনার প্রতিবাদ করায় সাংবাদিকদের উপর হামলা চালানো হয়।