• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গোটাটিকর থেকে ৩ নারী পাচারকারী আটক, ২ নারী উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর থেকে নারী পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে পাচারের জন্য নিয়ে আসা দুই নারীকে। রোববার (১৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ওই তিন পাচারকারীকে আটক করে র‍্যাব-৯ এর একটি দল।
আটককৃতরা হলেন, মোগলাবাজার থানার চরবাটা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে জাকির হোসেন, কানাইঘাটের দলইমাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. এখলাছুর রহমান ও ওসমানীনগরের থানাগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. সোলেমান আলী।
র‍্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবত মানব পাচারকারী হিসেবে পতিতাবৃত্তির উদ্দেশে দেশের বিভিন্ন জেলায় গিয়ে গ্রামের সহজ-সরল কিশোরী ও নারীদের ভাল চাকরি ও বিদেশে পাঠানোর নাম করে বাড়ি থেকে নিয়ে আসে এবং দেশের বিভিন্ন বিভাগীয় শহরে নিয়ে যায়। এরপর ভাড়া করা বাসায় আটক রেখে ঐ নারীদের যৌন নিপীড়ন করে ও পতিতালয়ে বিক্রি করে দেয়।
র‍্যাব জানায়, আটককৃতদের পাচারকারীদের এবং উদ্ধারকৃত নারী ভিকটিমদ্বয়কে এসএমপি’র মোগলাবাজার থানার হস্তান্তর করা হয়েছে।