• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাজাইয়ের মুক্তির দাবিতে কুচাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২৯, ২০১৭

কারাগারে আটক সিলেট মহানগর ছাত্রদলের সাবেক অন্যতম সদস্য ও ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান সাজাইয়ের মুক্তির দাবি ও তাকে গ্রেফতারের প্রতিবাদে কুচাইয়ে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা ছাত্রদল নেতা তালহা আহমেদের সভাপতিত্বে ও সাকিল আহমদ, সামাদ আহমদ ও সৈয়দ শাব্বীরের পরিচালনায় শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিলটি কুচাই বাজার থেকে শুরু হয়ে দক্ষিণ সুরমার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীরামপুর রাজারে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন,ছাত্রদল নেতা বকুল আহমদ,তামিম আহমদ,জসিম আহমদ,রুহেল আহমদ,এনামুল হক,সাইদুল ইসলাম,ইমন আহমদ,সুবেল আহমদ, মাছুম আহমদ,আনোয়ার হোসেন,তারেক আহমদ, বাদশা,অপু,জামাল,লায়েছ,কামরুল,তুহিন,রুবেল,রায়হান,ইমন,হৃদয়,আফজল,লিমন,পারভেজ,তপু,তারেক প্রমুখ। প্রতিবাদ সভায় ছাত্রদল নেতা তালহা আহমদ বলেন,ছাত্রদল নেতা মেহেদী হাসান সাজাইকে সম্পূর্ন অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। মেহেদী হাসান সাজাই শুধু একজন ছাত্রনেতা নয়,তিনি একজন সংগঠক ও সমাজসেবী। দক্ষিণ সুরমা তথা সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের প্রতিটি কর্মসূচিতে মেহেদী হাসান সাজাইয়ের সরব উপস্থিতি ও সাংগঠনিক তৎপরতা দেখে মেহেদী হাসান সাজাইকে ঘায়েল করার চক্রান্তে তাকে সাজানো মামলায় গ্রেফতার করে কারাগারে আটক রাখা হয়েছে। মেহেদী হাসান সাজাইকে অচিরেই মুক্তি না দিলে দক্ষিণ সুরমা সহ সিলেট শহরে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। প্রেস-বিজ্ঞপ্তি।