• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

কানাইঘাটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১

sylhetsurma.com
প্রকাশিত মে ৩, ২০১৭

কানাইঘাট সংবাদদাতা : কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির মইনা গ্রামে বসত ভিটার জমির বিরোধ নিয়ে  মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৮টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম আলী  কুটিলাই মিয়া (৫০) নামে একজন নিহত সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে। জানা যায়, বসত বাড়ীর একখন্ড জমি নিয়ে রাজাগঞ্জ ইউপির মইনা গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র বশির আহমদ গং ও তার চাচাতো ভাই মৃত কনাই মিয়ার পুত্র নিহত ইব্রাহিম আলী গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধটি মিমাংসার জন্য গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হারিছ মিয়ার বাড়ীতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে এক পর্যায়ে সাড়ে ৮টার দিকে কথা কাটাকাটির জের ধরে বশির আহমদ গং ও ইব্রাহিম আলী গংদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে বশির আহমদ ও সিরাজ উদ্দিনের পক্ষের লোকজন ইব্রাহিম আলী @ কুটিলাই মিয়ার উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে তিনি প্রাণ রক্ষার্থে নিজের ঘরে দৌড়ে পালানোর সময় তাকে ধরে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে গুরুতর জখম করা হলে স্থানীয় লোকজন তাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে সিওমেক হাসপাতালে নেওয়ার তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে নিহত ইব্রাহিম আলীর ভাই মজু মিয়া @ টিয়াকে আশংকা জনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মইনা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তিনি সহ কানাইঘাট সার্কেলের এএসপি মোঃ আমিনুল ইসলাম সরকার ঘটনাস্থল  সকাল সাড়ে ১১টার দিকে পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চলছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে ৫ জনকে আটক করা হয়েছে বলে ওসি আব্দুল আহাদ জানান। ইব্রাহিম আলী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে সিলেট ওসমানী হাসপাতাল থেকে আহত অবস্থায় ৪জনকে এবং ঘটনাস্থল থেকে একজন সহ ৫জনকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। আটককৃতরা হলো সিরাজ উদ্দিন, বাবুল আহমদ, নুর উদ্দিন, বাবুল আহমদের স্ত্রী সাজনা বেগম ও সিরাজ উদ্দিনের স্ত্রী আখতারুন বেগম। নিহতের পরিবারের পক্ষ থেকে কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। নিহত ইব্রাহিম আলীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।