• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উপশহর থেকে ঢাকা ডিএমপি’র কনষ্টেবল গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত মে ৩, ২০১৭

স্টাফ রিপোর্টার : নগরীর মিরাবাজার ফরহাদ খাঁ’র পুলে ১০ লাখ টাকা ছিনতাইর ঘটনার সাথে জড়িত ঢাকা ডিএমপি’র কনষ্টেবল অসীম দেবকে (২৫) গ্রেফতার করেছে এসএমপি পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে শাহপরান থানা পুলিশের একটি দল শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অসীম দেব এর বাড়ি শ্রীমঙ্গলে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত টেন্ডার শাহিনসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তারা বর্তমানে জেলে রয়েছে। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ১০ লাখ টাকা ছিনতাইর ঘটনায় টেন্ডার শাহিন, সোয়েব ও শামীমকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে শাহজালাল উপশহর থেকে ঢাকা ডিএমপি’র কনষ্টেবল অসীম দেবকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, কনষ্টেবল অসীম দেব ছুটি কাটানোর সময় সিলেট নগরীতে এসে অন্যান্য ছিনতাইকারীদের সাথে ওই ছিনতাইর ঘটনার সময় অংশ নেন। ওসি আরো বলেন, গতকাল মঙ্গলবার পুলিশ গ্রেফতারকৃত অসীম দেবকে সিলেটের প্রথম আদালতের বিচারক মো: মামুনুর রশিদ সিদ্দিকীর আদালতে হাজির করা হয়। এ সময় সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।