• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গণমাধ্যমকর্মীদের তথ্যমন্ত্রীর শুভেচ্ছা

sylhetsurma.com
প্রকাশিত মে ৩, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকল গণমাধ্যমকর্মী, গবেষক ও উদ্যোক্তাকে শুভেচ্ছা জানিয়েছেন
দিবসটি উপলক্ষে মঙ্গলবার এক বার্তায় তথ্যমন্ত্রী বলেন, দিবসটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যময় এ কারণে যে, বাংলাদেশে এ মুহূর্তে গণমাধ্যম স্মরণকালের সবচেয়ে বেশি প্রসারমান ও স্বাধীনভাবে বিকশিত হচ্ছে।
‘বছরে প্রায় তিন হাজার পত্র-পত্রিকা প্রকাশনার পাশাপাশি রয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও এবং কণ্ঠহীনদের কণ্ঠস্বর বলে পরিচিত কমিউনিটি রেডিও। অনলাইন সংবাদপোর্টালের সংখ্যাও এখন প্রায় দু’হাজার।’
গণমাধ্যমের এই অভূতপূর্ব বিকাশকে এগিয়ে নেবার দায়িত্ব শুধু সরকারের একার নয় উল্লেখ করে ইনু বলেন, দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, উদ্যোক্তা, গবেষক ও কর্মীবৃন্দ এ বিষয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারেন।
গণমাধ্যমের এ ব্যাপক বিকাশকে টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণে তাদের সুচিন্তিত মতামত সরকারের আন্তরিক প্রচেষ্টাকে সার্থক করে তুলবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।