• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জিন্দাবাজার থেকে আপন জুয়েলার্সের মালিকের বিলাসবহুল গাড়ি আটক

sylhetsurma.com
প্রকাশিত মে ২৪, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : নগরীর জিন্দাবাজার এলাকা থেকে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমদের বিলাসবহুল একটি গাড়ি আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার সকালে গাড়িাটি জব্দ করা হয়। দিলদার আহমদ রাজধানীতে বনানীতে ধর্ষণের দায়ে কারাবন্দি শাফাত আহমদের বাবা।
গাড়িটি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমদের বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান। তিনি জানান, অস্বচ্ছ অর্থের উৎসের সন্ধান করতে গিয়ে প্রথমে শুল্ক ফাঁকি ধরা পড়ে। এরপর দেখা যায় গাড়িটির ম্যানুফ্যাকচার ২০১১ সালের কিন্তু ২০০২ সালের দেখিয়ে রেজিস্ট্রেশন করা। তাই গাড়িটি জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক প্রভাত রঞ্জন সিংহ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটি গাড়ি জব্দ করেছি। গাড়ির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, আটককৃত গাড়িটি সিলেট শুল্ক গোয়েন্দা অফিসে রয়েছে।
সূত্র জানায়, গাড়িটি নগরীর জিন্দাবাজার এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। ওই বাড়ি দিলদার আহমদের মামার বাড়ি বলেও জানিয়েছে সূত্র। মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটির মূল্য প্রায় দেড় কোটি টাকা।