• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

রমজানে গরুর মাংসের কেজি ৪৭৫ টাকা, খাসি ৭২৫

sylhetsurma.com
প্রকাশিত মে ২৪, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : পবিত্র রমজানে মাংসের দাম নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই দাম অনুযায়ী দেশি গরুর মাংস প্রতি কেজি ৪৭৫ টাকা এবং বিদেশি গরুর মাংস ৪৪০ টাকা কেজি দরে বিক্রি হবে।    এছাড়া মহিষের মাংস প্রতি কেজি ৪৪০ টাকা, খাসি ৭২৫ টাকা এবং ভেড়া ও ছাগল ৬২০ টাকা কেজি দরে বিক্রি হবে। সুপার শপেও একই দামের মাংস বিক্রি হবে।    মঙ্গলবার দুপুরে মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন এই দাম ঘোষণা করেন। একইসঙ্গে কোনো ব্যবসায়ী নির্ধারিত দাম না মানলে তার বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান মেয়র।   সভায় মেয়র জনস্বার্থে মাংসে ভেজাল না দিতে ব্যবসায়ীদের বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোটি কোটি মানুষের বসবাস করা ঢাকা শহরে অনেক ব্যবসায়ী রয়েছেন। তাদের মধ্যে দুই একজন খারাপ ব্যবসায়ী থাকতেই পারেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এর পাশাপাশি আপনাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।   জানা গেছে, মতবিনিময় সভায় ব্যবসায়ীরা গরুর মাংসের দাম ৪৮০ টাকা নির্ধারণ করার দাবি জানালে মেয়র ১০ টাকা কমিয়ে ৪৭০ টাকার প্রস্তাব করেন। পরে ব্যবসায়ীরা আরও পাঁচ টাকা বাড়ানোর দাবি করতে মেয়র তাতে সম্মত হন।
গতবার পবিত্র রমজানে প্রতি কেজি গরুর মাংস ৪২০ টাকা, মহিষের মাংস ৪০০ টাকা, খাসি ৫৭০ টাকা, ভেড়া ও বকরির মাংস ৪৭০ টাকা দাম নির্ধারণ করেছিল ডিএসসিসি।