• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

তথ্য প্রযুক্তি আইনের মামলায় সিলেট সিটি মার্কেটের ৪ ব্যবসায়ী কারাগারে

sylhetsurma.com
প্রকাশিত মে ৩১, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : ফেইসবুকে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সিলেট সিটি মার্কেটের ৪ ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। (৩০ মে) মঙ্গলবার দুপুর ১২টায় সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হচ্ছেন বোখারা মিডিয়ার স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ, শাহজালাল সিটিপির ম্যানেজার সাইফ রহমান, কাতিব মিডিয়ার কর্মচারী আমজাদুসসামাদ উজ্জল ও এহসান বিন ছিদ্দিক। গত ১৬ মে সিলেট কোতোয়ালি মডেল থানায় মদিনা মার্কেটের ব্যবসায়ী বদরুল বিন আফরুজ সিটি মার্কেটের ৬ মুদ্রন ব্যবসায়ীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন।